কক্সবাজারে ইয়াবাসহ ৩ পুলিশ সদস্য আটক

কক্সবাজারের উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের তানজিমারখোলা এলাকা থেকে এপিবিএন পুলিশের ৩ সদস্যকে ১৮০০ পিস ইয়াবা ও জাল টাকাসহ আটক করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যক্তিগত কক্ষে আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরো জানা গেছে, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরাম উল্লাহকে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন। পরবর্তীতে এপিবিএন পুলিশ গোপনে অনুসন্ধানে গিয়ে মাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিতণ্ডা চলাকালে ঘটনার তদন্তে যাওয়া পুলিশ কর্মকর্তা ওই এসআইসহ দুই কনস্টেবলকে ইয়াবা ও জাল টাকাসহ আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে আটক ৩ পুলিশ সদস্যকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক এপিবিএনের ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলার পাশাপাশি বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //