নেত্রকোনায় ট্রলারডুবি: চালক-মালিক গ্রেফতার

নেত্রকোনার মদন হাওরে ট্রলার ডুবে ১৮ জনের প্রাণহানির ঘটনার আট মাস পর গ্রেফতার করা হয়েছে ট্রলারটির মালিক ও দুই চালককে।

উপজেলার উচিতপুর নৌঘাট থেকে তাদের সোমবার (২৬ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ট্রলার মালিক মদনের কুলিয়াটি গ্রামের লাহুত মিয়া, চালক উচিতপুর গ্রামের আল আমিন ওরফে শাহাবাদ ও উলুয়াটি গ্রামের মো. কায়রুল। 

গত বছরের ৫ আগস্ট এই ট্রলারডুবির ঘটনা ঘটে। উচিতপুর নৌঘাট থেকে পর্যটকবাহী ভাই ভাই ট্রলারটি এই ৪৮ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে ছেড়ে যায়। ট্রলারটি প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রাজালীকান্দায় পৌঁছলে দুপুর সোয়া ১২টার দিকে ডুবে যায়। 

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায় বলে সে বছরের ১৯ আগস্ট জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেয় কমিটি। এ নিয়ে ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ নৌ আদালতে মামলা হয়। এতে ট্রলার মালিক লাহুত মিয়া ও দুই চালককে আসামি করে নৌ পুলিশ। তাদের গ্রেফতারের নির্দেশ দেয় আদালত।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আসামিদের আজ নেত্রকোনা আদালতে  তোলা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //