লক্ষ্মীপুরে ২০০ কোটি টাকার নারকেল উৎপাদন

লক্ষীপুরে চলতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার নারকেল উৎপাদন হয়েছে। এখানকার উৎপাদিত নারকেল সুস্বাদু ও তেলের গুণগতমান ভালো হওয়ায় তা অঞ্চলের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়। 

সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় এ জেলায় নারকেলভিত্তিক শিল্প-কারখানা স্থাপিত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি গতিশীল হবে এ অঞ্চলের অর্থনীতি। এ অঞ্চলে নারকেলভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

বাড়ির আঙ্গিনা, পতিত জমি ও কৃষি জমির পাশে নারকেল গাছ লাগিয়ে বেশ লাভবান হচ্ছেন লক্ষীপুরের চাষিরা। এতে করে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নারকেলের আবাদ। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সর্বশেষ তথ্য মতে, লক্ষ্মীপুরে দুই হাজার ৬৫০ হেক্টর জমিতে নারকেল বাগান রয়েছে। প্রতি বছর এ জেলায় প্রায় পাঁচ কোটি ৩০ লক্ষ নারকেল উৎপাদন হয়। যার বর্তমান বাজার মূল্য ২০০ কোটি টাকারও বেশি। এ মৌসুমে এক জোড়া নারকেল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। যা গত বছরের থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। 

লক্ষ্মীপুরে নারকেলের সবচেয়ে বড় হাট বসে সদর উপজেলার দালাল বাজার ও রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার। নারকেল বেচাকেনা ও ছোবড়া বের করার কাজে প্রায় শতাধিক নারী-পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার বশিকপুর গ্রামের নারকেল ব্যবসায়ী এনাম হোসেন জানান, তিনি ৪০ বছর ধরে নারকেল ব্যবসার সাথে জড়িত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নারকেলের উৎপাদন ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় চাষিরাও ভালো দাম পেয়েছে। এখানকার উৎপাদিত নারকেলের গুণগতমান ভাল হওয়ায় দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদার পাশাপাশি তেল কোম্পানিও এখানকার নারকেল সংগ্রহ করার আগ্রহ বেড়েছে। 

সদর উপজেলার চররুহিতা গ্রামের নারকেল ব্যবসায়ী কবির খান জানালেন, এ অঞ্চলে নারকেলভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে চাষিরা যেমন ভালো দাম পেতেন, তেমনি লাভবান হতেন ব্যবসায়ীরাও।

সদর উপজেলার চররুহিতা গ্রামের নারকেল চাষি কামরুল হোসেন জানান, তার দেড় একর জমিতে পুকুর ছিল। পুকুরের চারপাশে তিনি নারকেল বাগান করে এখন বেশ লাভবান হচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের লক্ষ্মীপুরের উপ-পরিচালক বেলাল হোসেন খাঁন বললেন, ২০০ কোটি টাকারও বেশি নারকেল উৎপাদন হয়েছে। এখানকার মাটি নারকেল চাষের জন্য বেশ উপযোগী। এ অঞ্চলে নারকেল ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কৃষকরা যেমন লাভবান হতো, তেমনি গতিশীলতা পেতো এ অঞ্চলের অর্থনীতি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //