পুঠিয়ায় ৪৫ টাকা কেজি তরমুজ বিক্রির নির্দেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতি কেজি তরমুজ সর্বচ্চো ৪৫ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ দরে তরমুজ বিক্রি করলে কেজিতে ৪ টাকা লোকসান হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা৷ 

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলাতেও অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির অভিযোগ পেলে উপজেলার বিভিন্ন হাট-বাজারের তরমুজ ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে উপজেলা প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে ৫ কেজি ওজনের নিচে প্রতি পিস তরমুজ ৪০ টাকা কেজি দরে এবং ৫ কেজির ওপরে প্রতি পিস তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।  

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. রুমানা আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা ও ব্যবসায়ী নেতারা ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত খুচরা তরমুজ ব্যবসায়ী এরশাদ আলী বলেন, আমরা বড়-ছোট তরমুজ গড়ে ৩৭-৪২ টাকা কেজি দরে নাটোর জেলার বিভিন্ন আড়ৎ থেকে ক্রয় করে নিয়ে আসি। এর সাথে গাড়ি ভাড়া ছাড়াও আনুসাঙ্গিক খরচ আছে। ৪৫ টাকা দরে বিক্রি করলে কেজিতে ৪ টাকা লোকসান হবে। তারপরেও তারা প্রশাসনের এ নির্দেশ মেনে নিয়েছেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ বলেন, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //