চুয়াডাঙ্গায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৪ হাজার ৭৯৬ টন বোরো ধান সংগ্রহ করার কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রসাশন।

রবিবার (২ মে) সকালে চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিক,  আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইন, দর্শনা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জাহিদুর রহমান, জীবননগর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কাওসার আহমেদ, ও সরোজগঞ্জ ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোল্লা আহমদ জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় তাদের সঙ্গে ভাল আচরন করতে হবে। ধান বিক্রি করতে এসে তারা কোন প্রকার ভোগান্তির শিকার যেনো না হয়। যদি কৃষকদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে ৮৬৬, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৬২৫, দামুড়হুদা উপজেলায় ১ হাজার ২৫৯ ও জীবননগর উপজেলায় ১ হাজার ৪৬ টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৭ টাকা ও প্রতি মেট্রিকটন ২৭ হাজার টাকা দরে কৃষকদের টাকা পরিশোধ করা হবে।

                                                                  

           

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //