সুনামগঞ্জে ধানের বাম্পার ফলন

আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের ১১টি উপজেলার ধান কাটা প্রায় শেষ। এ পর্যন্ত জেলায় ৯৮ শতাংশ ধান কাটা হয়েছে।

চলতি বোরো মৌসুমে হাওরে ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ১৪ লাখ টন নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে প্রায় ১৫ লাখ টন।

গতকাল সোমবার (৩ মে) জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এ বলে দাবি করেছেন। 

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. ফরিদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর বলেন, সুনামগঞ্জে এবার দুই লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৪ লাখ টন নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ৩০ হেক্টর জমি বেশি চাষাবাদ হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ১৫ লাখ টন ধান উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য তিন হাজার ৫০০ কোটি টাকা। গতবারের তুলনায় ১৪০ কোটি টাকার ধান বেশি উৎপাদন হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //