গুজব ছড়ানোর অভিযোগে কক্সবাজারে যুবক আটক

হেফাজত নেতা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে কক্সবাজারের ইউটিউবার আলম নুরকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুক, ইউটিউব ও টিকটক) এ গুজব ছড়ানোর অভিযোগে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

আলম নুর (২০) চকরিয়া উপজেলার খুটাখালি এলাকার শামসুল আলম বৈদ্যর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলম নুর তার নিজের ফেইজবুক আইডি এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নানা রকম মিথ্যে তথ্য সম্বলিত ভিডিও আপলোড এবং সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে আসছিলো। তার ব্যবহৃত ফেইজবুক আইডি এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে দেখা যায় তিনি তার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করেছেন তার সবগুলোই সরকার বিরোধী নানাবিধ ইস্যু, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট, উস্কানিমূলক বক্তব্য ও প্রোপাগান্ডা ছড়ানোর মতো ভিডিও।

পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //