হেফাজত নেতা শাহীনুর পাশা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার মামলায় সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

শুক্রবার (৭ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের পুলিশ পরিদর্শক দিদারুল আলম জানান, ২৮শে মার্চ হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহরিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সিলেট থেকে শাহীনুর পাশাকে গ্রেফতার করা হয়। ২৮মার্চ সদর উপজেলার ভূমি কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মামলায় শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //