ভারত থেকে আসা খুলনায় ৪৪৫ জন কোয়ারেন্টিনে

ভারত থেকে বেনাপোল হয়ে আসা ব্যক্তিদের খুলনার ১১টি কোয়ারেন্টিন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল শুক্রবার (৭ মে) রাত পর্যন্ত খুলনায় ভারত ফেরত ৪৪৫ জনের কোয়ারেন্টিন নিশ্চিত করেছে প্রশাসন।

তাদের দেখাশুনা ও চিকিৎসা সেবায় কাজ করছে সিভিল সার্জনের তিনটি মেডিকেল টিম।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী জানান, গত ১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত ৪৪৫ জনকে ১১টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তিনি বলেন, খুলনার বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি ১১ প্রতিষ্ঠানকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে খোলা হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। কোয়ারেন্টিনে সবাইকে নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। সেন্টার থেকেই তাদের খাবারের জোগান দেয়া হচ্ছে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ভারত ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। চিকিৎসা সেবায় আমাদের তিনটি টিম কাজ করছে। তারা প্রতিদিন প্রতিটি সেন্টারে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //