পাটুরিয়ায় জরুরিসেবার ফেরিতে পার হচ্ছে যাত্রী

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও রোগীবহনকারী অ্যাম্বুলেন্স পার করার জন্য কয়েকটি ফেরি সচল রয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে।

আজ রবিবার (৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বনলতা নামের ছোট কে-টাইপ ফেরি যাত্রী, প্রাইভেটকার ও মালবাহী লরি নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।  

তবে আজ সরেজমিনে পাটুরিয়া ঘাটে যাত্রী বা গাড়ির কোনো চাপ দেখা যায়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর বলেন, পাটুরিয়া ঘাটের আইনশৃঙ্খলা রক্ষার জন্যে ৪০ পুলিশ সদস্য মোতায়েন  রয়েছেন। ফেরি চলাচল বন্ধ থাকলেও মরদেহ ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সেইসাথে কিছু সংখ্যক যাত্রী ও ছোট-গাড়িও পার হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন বলেন, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ। তবে মাঝে মাঝে মানবিক কারণে ছোট একটি দুটি ফেরি চলাচল করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //