লক্ষ্মীপুরে ১১ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে বৃহস্পতিবার (১৩ মে) এসব এলাকার মানুষ দিনটি উদযাপন করছেন।

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার জামিরতলীসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামায আদায় করেছেন। 

সকাল সাড়ে ১০টায় রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কোলাকোপা গ্রামের মোলায়েম ভূঁইয়া বাড়ির মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে হোসাইন আহাম্মদ মজনু ইমামতি করেন ও ৩০ জন মুসল্লি অংশ নেন।

রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন ।

মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ ৩৭ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //