আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরেছেন ৬০০ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকাপড়া যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।

শনিবার (১৫ মে) পর্যন্ত ৬০০ জন বাংলাদেশি এ চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এছাড়াও ঢাকায় ভারতীয় দূতাবাসে কর্মরত ১৫ জন ভারতীয় নাগরিকও এই সময়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

চেকপোস্ট সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত মোট ৬০০ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে শনিবার প্রবেশ করেছেন ১২ জন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা সিএমএইচে ও বাকি ৯ জনকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

বর্তমানে ভারতফেরত ২৭৩ জন কোয়ারেন্টিন সেন্টারে আছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ৫২ জন, হোটেল অবকাশে ৩০ জন, হোটেল তাজে ২২ জন, গ্র্যাণ্ড মালেকে ২১ জন, নাইন স্টারে ২৬ জন, রজনীগন্ধায় সাতজন ও আশিক প্লাজায় ৩২ জন এবং তিতাস ভিউ হোটেলে কোয়ারেন্টিনে আছেন ৪৫ জন। ভারতফেরত প্রত্যেকজনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। কোয়ারেন্টিনে মুক্ত হয়েছেন ৫৭।

আখাউড়া আন্তর্জাতিক ইমেগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ জানান, মহামারি করোনাভাইরাসের কারণে চেকপোস্ট দিয়ে সাধারণ যাত্রী পারপার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে ভারত এবং বাংলাদেশে আটকাপড়া যাত্রীরা দুই দেশের হাই কমিশনের অনাপত্তিপত্র নিয়ে এই চেকপোস্ট ব্যবহার করে নিজ দেশে ফিরতে পারছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //