লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫মে) সকালে সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজনের একটি দল গরু আনতে ওই দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫নং পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত ভারতের কোচবিহার জেলার বিএসএফের টহলদল তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। 

এতে মিলন ইসলাম নামে এক গরু ব্যবসায়ী কোমরে গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। এতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //