অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তিত সাধারণ মানুষ

দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে নতুন করে দুশ্চিন্তা ও ঝুঁকি তৈরী হয়েছে। করোনা মহামারিতে বিনা পাসপোর্টে লুকিয়ে যারা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করছে তাদের নিয়ে জেলার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যবিভাগ সকলেই উদ্বিগ্ন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, সীমান্তের সকলকে অনুরোধ আপনারা অবৈধ অনুপ্রবেশে কেউ সহায়তা করবেন না। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অবশ্যই বিজিবিকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যথায় মহাবিপদ অপেক্ষা করছে আমাদের জন্য।

ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা. মিথিলা ইসলাম বলেন, গত একমাসে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রায় ৩৬জন। ঝিনাইদহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংখ্যা মোট ৩টি। এরমধ্যে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের সম্পূর্ণ আলাদাভাবে আজাদ রেস্ট হাউস প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের করোরা পজিটিভ এসেছে। পরে এর মধ্যে তিনজন নেগেটিভ হয়েছে। জেলায় করোনা ইউনিটে ৫০টি বেড রয়েছে। সেখানে ভারত থেকে বৈধ-অবৈধভাবে আগতদের মধ্যে রয়েছে ১১জন। বাকি ১২জন জেলার করোনা রুগী। মোট ২৩ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ ৩টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এ পর্যন্ত ২০৪জনকে রাখা হয়েছিল। এরমধ্যে ১৬৭জন করোনা নেগেটিভ ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরৎ গেছেন। এখন আছে ৩৭ জন। অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা প্রথম থেকেই আলাদা কোয়ারেন্টিন সেন্টারে রেখেছি। তাদের মধ্যে করোনা পজিটিভদেরও কভিড ডেডিকেটেডহাসপাতালেও আলাদা ইউনিটে রাখা হয়েছে। করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো তারপরও  বৈধ-অবৈধভাবে আগত করোনা আক্রান্তদের রিপোর্ট আইইডিসিআরে পাঠানো হয়েছে।।

৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে রয়েছে ৭০ কিলোমিটারেরও বিশাল বর্ডার। এর মধ্যে ১০.৮ কিমি কাঁটাতারের বেড়া বিহীন। ঝিনাইদহ মহেশপুরে আমাদের ১০টি বিওপি ক্যাম্প রয়েছে। সারাদিন ও সারারাত আমরা টহল জোরদার করেছি। গত একমাসে আমরা ৩৬জন অনুপ্রবেশকারীদের আটক করতে সক্ষম হয়েছি। গত একবছরে ভারতে যাওয়া ও ভারত থেকে আসার সময় প্রায় ১২০০ জনকে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, আমরা বর্ডার বেল্টে যেসব মানুষ বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত সচেতন করছি। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি। অপরিচিত কাউকে দেখলেই আমাদের খবর দেয়ার কথা বলা আছে।

তিনি আরো যোগ করেন, মোবাইলের কারণে আমাদের কাজ করতে অসুবিধায় পড়তে হয়। দালাল চক্র ভাঙার ব্যাপক চেষ্টা করছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //