মোংলায় বাড়ছে করোনা সংক্রমণ, ১৪ বাড়ি লকডাউন

বাগেরহাটের মোংলায় আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণের হার বেড়েছে। গেলো ১০ দিনে এই উপজেলায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শুক্রবার (২৮ মে) একদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বন্দর নগরী হওয়ায় বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে যার ফলে এই উপজেলা করোনা সংক্রমণের হার বেশি বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। এদিকে শুক্রবার (২৮ মে) শনাক্ত হওয়া ১৪ বাড়িকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা নতুন শনাক্ত ১৪ বাড়ি লকডাউন ঘোষণা করেছি। করোনায় আক্রান্তদের যেকোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সংক্রমণ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া দুটি মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে.এম. হুমায়ুন কবীর বলেন, বাগেরহাটে মোট ১ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন।

তিনি আরো বলেন, করোনা আক্রান্তদেরকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এছাড়াও কারও খাদ্য বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হলে উপজেলা-জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //