ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক

কুড়িগ্রামের চিলমারীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ৩২ বছর পর টাঙ্গাইল জেলার মধুপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই পলাতক আসামি চিলমারী উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. খোরশেদ আলী মন্ডল (৫৬)।

পুলিশ জানায়, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসানের নির্দেশনায় চিলমারী থানার একটি টিম শনিবার (২৯ মে) চিলমারী থানা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেয়। পরে রবিবার টাঙ্গাইলের মধুমুর থানা থেকে ৭ কিলোমিটার দূরের অরনখোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

১৯৮৯ সালের ২০ অক্টোবর ওই আসামিকে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারা: ৪০৬ পেনাল কোডের বিচার শেষে বিচারক মো. নুরুল ইসলাম ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে ওই আসামি পালিয়ে যান। প্রথমে তিনি চিলমারী থানা থেকে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পরে তিনি গাজীপুর বাইপাইল এলাকায় একটি রিকশার গ্যারেজ দিয়ে সেখানে সংসার পেতেছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তানসহ আত্মাগোপনে ছিলেন। পরে তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউনিয়নের জলছত্র বাজারে চায়ের দোকান করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি টিম তাকে গতকাল রবিবার (৩০ মে) গ্রেফতার করে। বিধি মোতাবেক তাকে টাঙ্গাইল মধুপুর থানা থেকে সোমবার (৩১ মে) সকালে চিলমারী থানায় নিয়ে আসার পর বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়। 

চিলমারী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ৩২ বছর পর আমরা টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করেছি। সোমবার ওই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : কুড়িগ্রাম

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //