ফেনীতে পুলিশ কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার

ফেনীতে ভাড়া বাসার দরজা ভেঙে শফিকুল আজম (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিএ) লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৩১ মে) সন্ধ্যায় ফেনী শহরের চাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের আশিক মঞ্জিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সন্তানদের নিয়ে ঢাকায় পরিবারের সঙ্গে থাকেন শফিকুলের স্ত্রী। গত শুক্রবার রাতে নিজ কর্মস্থল ছাগলনাইয়া উপজেলা থেকে ফেনী শহরের ভাড়া বাসায় ফেরেন শফিকুল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আজ দুপুরে পচা দুর্গন্ধ পান বাড়ির মালিক মনির আহম্মদ। এ সময় বাহির থেকে ঘরের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পরে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানিয়েছেন, ফেনী ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজম ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকার ওই বাসায় একা থাকতেন। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছেনা। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : ফেনী পুলিশ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //