নওগাঁয় ৭ দিনের বিশেষ লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

এসময় ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে। নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার (২ মে) দুপুর ২টার দিকে জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। 

এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও কঠোর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতরের করা সুপারিশের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১ জুন) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের সর্বাত্মক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 

তিনি আরো জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //