সাভারে মাদক ব্যবসায়ী আটক

সাভারে চোলাই মদ তৈরীর উপকরণসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিয়াকত ওরফে লেকুকে (৪৫) আটক করেছে পুলিশ। এ সময় লেকুর মাদক ব্যবসায় সহায়তাকারী তার স্ত্রী শেফালী বেগম পালিয়ে যায়। 

বুধবার (২ জুন) ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার কুমারখোলা আশ্রয়ণ প্রকল্পের ৪৮ নং বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

সাভারের বিরুলিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, লিয়াকত ওরফে লেকু এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিরুলিয়া ইউনিয়নে ভোরে দায়িত্ব পালন করার সময় আমরা জানতে পারি লেকুসহ কয়েকজন মাদক ব্যবসায়ী মদ তৈরীর উপকরণ জাওয়া বা ওয়াশ নিয়ে বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮০ লিটার জাওয়া জব্দ করা হয়েছে এবং লেকুকে আটক করা হয়েছে। এসময় লেকুর স্ত্রী শেফালী বেগম (৪০) দৌড়ে পালিয়ে যায়। 

লিয়াকত ওরফে লেকু ওরফে লেউকা বিরুলিয়া শ্যামপুরের মৃত সাহাবুদ্দিন কাজীর ছেলে। সে তার স্ত্রী শেফালী বেগমের সহায়তায় চোলাই মদ বানিয়ে বিক্রি করে আসছিলেন। 

এ সময় মদ তৈরীর উপকরণ, চুলা, ড্রাম, বালতি, গ্যাস সিলিন্ডার, কলসসহ মদ বানাতে ব্যবহৃত সমস্ত উপকরণ জব্দ করে পুলিশ। 

উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সাভার আটক

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //