চট্টগ্রামে জামিন পেয়ে বাদীকে ‌হুমকি, গ্রেফতার ২

জামিন পাওয়ার পর বাদীকে ছুরি মেরে ভুঁড়ি বের করে ফেলার হুমকি দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিহ্নিত দুই চাঁদাবাজকে। 

বুধবার (২ জুন) দুপুরে চট্টগ্রাম ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ফটক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ডবলমুরিং এলাকার মৃত নুরুল আলম সওদাগরের ছেলে নুরুল কবির জাকুয়া (৪৫) ও আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. তৌহিদুল আলম (৪০)। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত দুইজন গত ১৯ এপ্রিল বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে গ্রেফতার হয়। কিছুদিন আগে তারা জামিনে বের হয়। আজ ২ জুন (বুধবার) আবারো বিদ্যুৎ ভবনে গিয়ে বশির উদ্দিনকে ঘিরে ধরে। এসময় আগেরবার পুলিশকে অভিযোগ করায় ‘ছুরি মেরে ভুঁড়ি ফেলে দেয়ার’ হুমকি দেয়। কৌশলে বশির পুলিশকে অভিযোগ করলে এই দুইজনকে আবারো গ্রেফতার করা হয়।

স্থানীয় বা মহানগরে কোন পদ-পদবি না থাকা সত্ত্বেও তারা নিজেদের যুবলীগ নেতা বলে পরিচয় দিত। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //