ফরিদপুরে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান, আটক ৪

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকার বসু নর সিংহদিয়া গ্রামের জহির হোসেনের শিশু খাদ্য তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ ও বিএসটিআই। এ সময় চারজনকে আটক করা হয়।

বুধবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় প্রস্তুতকৃত কয়েকটি পণ্য ও উৎপাদন কাজের চার শ্রমিককে আটক করা হয়।

ফরিদপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক ফিরোজ আহম্মেদ জানান, গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে তারা জহির হোসেনের কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় তারা কারখানায় দেশের বিভিন্ন নামি-দামি কোম্পানির সাদৃশ্য পণ্য উৎপাদন করতে দেখেন। ভয়ানক কেমিক্যাল মিশ্রিত এসব শিশু পণ্য দেহের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। এদের কাছে বিএসটিআইয়ের কোনো অনুমতিপত্র নেই, কারখানা করতে যে সব অনুমতি লাগে তার কিছুই এদের নেই। 

তিনি আরো জানান, কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কারখানায় অভিযান চালিয়ে শিশু খাদ্য জব্দ ও চার শ্রমিককে আটক করেছেন। তবে কারখানার মালিক পলাতক রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //