ফেরত গেল ৪০ লাখ টাকার নিম্নমানের সরকারি চাল

লালমনিরহাটে সরকারি গোডাউনে আসা ১০০ টন নিম্নমানের চাল দুইদিন পর ফেরত দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।

বুধবার (৯ জুন) দুপুরে শহরের শাহজাহান কলোনি এলাকার সরকারি খাদ্য গুদামে আনলোডের অপেক্ষায় থাকা চাল বোঝাই পাঁচটি ট্রাক ফেরত পাঠানো হয়।

সোমবার (৭ জুন) সন্ধ্যার পর গাইবান্ধার বোনারপাড়া সরকারি এলএসডি গোডাউন থেকে পাঁচটি ট্রাকে করে প্রায় ১০০ টন খাবার নিম্নমানের চাল খাদ্য গুদামে আসে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। ওই চাল গোডাউনে ঢুকানোর জন্য ওইদিন রাত থেকে পরদিন রাত পর্যন্ত দেন-দরবার চলে। বিষয়টি গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা জানলে সব ভেস্তে যায়। পরে রাতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হয় ওই নিম্নমানের চাল গোডাউনে ঢোকানো হবে না।

এ ব্যাপারে গুদাম কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, ট্রাকযোগে আসা নিম্নমানের চাল আনলোড না করে ফেরত পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা করে দেখা যায় চালগুলো অত্যন্ত নিম্নমানের। তাই ওই চালের ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।

তবে ওই চাল নিম্নমানের জানার পরও কেন সংরক্ষিত এলাকা গোডাউনের ভেতরে ট্রাকগুলো দুইদিন অপেক্ষায় করানো হলো এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই খাদ্য কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : লালমনিরহাট

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //