সুনামগঞ্জে লিচুর বাম্পার ফলন

সুনামগঞ্জের ছাতক-দোয়ারা বাজার উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। বাগানের প্রতিটি গাছে গাছে ঝুলছে রসালো ফল লিচু। প্রতিদিন গড়ে ছাতক বাজারসহ এখানকার বাজারগুলোতে কয়েক লাখ টাকার স্থানীয় জাতের লিচু বিক্রি হচ্ছে। এখাকার লিচু বাগান দেখতে প্রায়ই দর্শনার্থীদের ভিড় জমে।

এ উপজেলায় ব্রিটিশ আমলে গৌরীপুরের জমিদার হরিপদ রায় চৌধুরী ও তার ভাই শান্তিপদ রায় চৌধুরীর কাছারিবাড়ি ছিল মানিকপুর গ্রামে। এ কাছারিবাড়িতে জমিদারের লোকজন কয়েকটি লিচুগাছ রোপণ করেছিল। কাছারিবাড়িতে শতবর্ষী তিনটি লিচু গাছ এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই কাছারিবাড়ি থেকেই গ্রামজুড়ে লিচু চাষ ছড়িয়ে পড়ে। দোয়ারাবাজার উপজেলার কয়েকটি গ্রামেও তা ছড়িয়ে পড়ে। গত ক’বছর ধরে উপজেলা কৃষি বিভাগও লিচু চাষে লোকজনকে উৎসাহী করছে এবং বিদেশি লিচুর চারা চাষিদের মাঝে বিতরণসহ বিভিন্নভাবে সরকারি সহযোগিতা করে যাচ্ছে।

লিচুচাষি হেলাল উদ্দিন বলেন, এ চাষে জড়িয়ে এখাকার শতাধিক চাষি এখন স্বাবলম্বী। লিচুর ভালো বাজারমূল্য রয়েছে এখানে। চলতি মৌসুমে লিচুর ফলন আশানুরূপ হয়েছে। 

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, লিচু চাষিদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। অনেককে লিচু চাষে উদ্যোগী করা হয়েছে। তাদের সরকারি সহযোগিতাও দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে এ অঞ্চলে লিচুর ফলন ভালো হয়েছে। 

দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, চাষিরাও পাচ্ছেন ভালো বাজারমূল্য। টিলাবেষ্টিত এ অঞ্চল লিচু চাষের উপযোগী হওয়ায় এখানে লিচুর বাগান করতে আগ্রহীদের সরকারি সব সহযোগিতা দেওয়া হবে বলে জানান এ দুই কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //