ঝিনাইদহে মিষ্টি আঙ্গুর চাষ

বাংলাদেশেও যে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায়, তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অজপাড়াগাঁ যুগিহুদা গ্রামের আব্দুর রশিদ। মাত্র ৭ মাস আগে লাগানো আঙ্গুর গাছগুলোতে ফল এসেছে। 

কৃষক আব্দুর রশিদ বলেন, মাত্র ৭ মাস আগে ১০ কাঠা জমিতে এ চাষ শুরু করি। চারা নিয়ে আসি ভারত এবং ইতালি ছমছম, সুপার সনিকা ও কালো জাতের ৭৫টি আঙ্গুর চারা। বর্তমানে এক একটি গাছে ৫ থেকে ৭ কেজি করে আঙ্গুর ধরেছে। বাগানের ৬০টি গাছ থেকে আড়াইশ’ থেকে তিনশ’ কেজির বেশি আঙ্গুর আসবে বলে তার ধারণা। আঙ্গুর গাছে ফল আসার পর পাকতে সময় লাগে ৩/৪ মাস। 

তিনি জানান, পাইকারি ২শ’ টাকা দরে আঙুর কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। ইতোমধ্যে প্রায় ২০ থেকে ২৫ কেজি বিক্রি করেছি। আমার আঙ্গুর মিষ্টি ও সুস্বাদু। 

মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমিত বাগচী জানান, এ উপজেলার আবহাওয়া ও মাটি বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী। প্রথম বছরেই তার আঙ্গুর বাগানে ব্যাপক ফলন এসেছে। আঙ্গুর পরিপক্ব হওয়া পর্যন্ত অপেক্ষায় আছি। দেশের জন্য কৃষিতে আরও একটি বৈপ্লবিক সাফল্য আসবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //