ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া বাজারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (১১ জুন) বিকেলে আটক দুই প্রতারককে ডিবি (গোয়েন্দা) পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

আটকরা হলেন- শহরের মলি­কহাটি মহল্লার মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান পাপ্পু (২৩) এবং একই এলাকার আফজাল হোসেনের ছেলে হেলাল উদ্দীন (৪৭)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহরের বনবেলঘড়িয়া বাইপাস দিয়ে চলাচলকারী মোটরসাইকেল চালকদের পথরোধ করে কাগজপত্র দেখতে চান আটকরা। অনেক মোটরসাইকেল চালক ঝামেলা এড়াতে টাকা দিয়ে চলে যান। এ সময় স্থানীয় আশিক নামের এক মোটরসাইকেল চালককে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা।

আশিক টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি পাপ্পু নিজেকে ডিবি পুলিশ সদস্য বলে পরিচয় দিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। সন্ধ্যায় থানা থেকে কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলটি ফেরত নিতে বলেন। এতে সেখানে উপস্থিত জনগণের মধ্যে সন্দেহ হয়।

এ সময় জনতা ভুয়া পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা সেখান থেকে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে জনতা ধাওয়া করে শহরের চকবৈদ্যনাথ চামড়া বাজার এলাকায় দুইজনকে আটক করে নাটোর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় পাপ্পুর কাছ থেকে পুলিশের পোশাক পরিহিত ছবি ও বাঁশি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //