যশোরে করোনায় ৩ জনের মৃত্যু

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত আরো ‍তিনজনের মৃত্যু হয়েছে। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে একজজন করোনা ডেডিকেটেড ইউনিটে ও অপর দুইজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

তাদের মধ্যে একজন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর, একজন শার্শার উপজেলায় ও অপরজন ঝিনাইদের কোটচাঁদপুরের বাসিন্দা।

জেলায় করোনা শনাক্তের হারও উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে ৬৪ জন রোগী ভর্তি রয়েছে। 

এদিকে করোনা সংক্রমণ রোধে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে  প্রশাসন।

গত ১৬দিন ধরে যশোরের করোনা শনাক্তের হার উদ্বেগজনক। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, রোগী ভর্তির চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা নির্ধারিত শয্যা সংখ্যার দ্বিগুণ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি 

রয়েছেন ৬৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৪২ জন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, নমুনা সংগ্রহের হার কম থাকায় আজ শনিবার (১২ জুন) শনাক্তের হার কম। তবে শনাক্তের হার এখনো উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। 

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে ও এ অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //