আইসোলেশনের ভয়ে নমুনা দিচ্ছে না লালমনিরহাটের মানুষ

সীমান্ত জেলা লালমনিরহাটে দিন দিন বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শহরে গত কয়েকদিনে উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রামণের হার। এদিকে আইসোলেশনে থাকার ভয়ে করোনার নমুনা দিচ্ছেন না মানুষ।

লালমনিরহাটের ৫ উপজেলার সঙ্গে ভারতীয় সীমান্ত যুক্ত। জেলার ২৮৪ কিলোমিটার সীমান্তের মধ্যে ৫৪ কিলোমিটার অংশেই কাঁটাতারের বেড়া নেই। এ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। বুড়িমারী স্থলবন্দরসহ অবৈধভাবে ভারত ফেরত ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ১০ জনের নমুনা আইইডিসিআর ল্যাবে পাঠানো হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না, তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি অনেকে ভারতে যাতায়াত করায় এ জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে সদর হাসপাতালসহ জেলার সব হাসপাতালে জ্বর, সর্দ্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। যাদের অধিকাংশ জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের নমুনা টেস্ট করলে অনেকের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, অনেকেই করোনা আক্রান্তের ভয়ে পল্লী চিকিৎসকদের কাছে গিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীরা অনেকেই জানান, আগের তুলনায় এ জ্বরের প্রকোপ অনেক বেশি। জ্বরের সঙ্গে সমস্ত শরীরের মাংসপেশি ও হাড়ের জয়েন্টে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কাশিতে বুকে ব্যথা হচ্ছে। অনেকের শ্বাসকষ্টও দেখা দিচ্ছে। প্রাথমিকভাবে করোনার লক্ষণ ভেবে অনেকেই আইসলোশনের ভয়ে গোপনে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। তবে শহরের লোকজন সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে গেলেও আইসোলেশনে থাকার ভয়ে করোনার নমুনা দিচ্ছেন না।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক হাজার ১৭৯ জন। এর মধ্যে ১৩ জনই ভারত ফেরত। তাদের ১০ জনের নমুনা আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট না আসা পর্যন্ত সীমান্তবর্তী এ জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট এসেছে কি না, তা বলা যাচ্ছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //