রাঙ্গামাটিতে চাঁন্দের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। 

শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার শফিপুর এলাকার এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত স্কুলছাত্রীর নাম ওপ্রুইচিং মারমা (১৮)। সে জেলার বিলাইছড়ি উপজেলার ৪নং ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে এবং কাপ্তাইয়ের চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

আহতরা হলেন, মোটরসাইকেল চালক কাঞ্চন তঞ্চঙ্গ্যাঁ ও কলেজছাত্রী মওইচিংথুই মারমা। মওইচিংথুই মারমা কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া এলাকার বাসিন্দা। সে বাঙালহালিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুর্ঘটনায় হতাহতরা রাজস্থলী থেকে বাঙালহালিয়া বাজারের পথে যাচ্ছিল। পথিপথ্যে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় জিপগাড়ি (চাঁন্দের গাড়ি) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় চালকসহ মোটরসাইকেলের দুইযাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্রী ওপ্রুইচিং মারমাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের চিকিৎসক ডা. বিলিয়ম এ সাংমা জানান, নিহত স্কুলছাত্রী হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। তবে আহত অন্য দুজন এখন শঙ্কামুক্ত। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মওইচিংথুই মারমা জানান, নিহত স্কুলছাত্রী ও সে চিৎমরম বৌদ্ধ বিহার আশ্রমে থেকে পড়াশুনা করে আসছেন। 

এদিকে চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //