সিরাজগঞ্জে ৩৫০ বাল্যবিয়ে বন্ধ করে ইউএনওর দৃষ্টান্ত স্থাপন

মো. আনিছুর রহমান সিরাজগঞ্জে দায়িত্ব পাওয়ারপর থেকে এপর্যন্ত মোট ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ, জেল জরিমানাসহ জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এই অফিসার। এ কৃতিত্ব অর্জন করায় সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ জুন)  এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।

তিনি চৌহালী উপজেলায় নির্বাহী, সদরে ভুমিকর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বাল্যবিয়ে বন্ধ করেন। তিনি তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।

শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //