সাতক্ষীরায় লকডাউনের মধ্যেই সংক্রমণ বেড়েছে ৬ শতাংশ

সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ১১৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৫০ জন। আক্রান্তের হার ৪৩.১০ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার সোমবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে মেডিকেল হাসপাতাল ও ক্লিনিকে ২৭১ জন চিকিৎসা গ্রহণের বিপরিতে পজিটিভ রয়েছে ৩৪ জন। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৬ জন। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১ জন এবং করোনা উপসর্গ নিয়ে শঅলঅ গেছেন ২৭৩ জন।

এদিকে সাতক্ষীরায় টানা ৩ সপ্তাহ লকডাউনের আজ চতুর্থ দিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকলেও নানা অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছে। একইসঙ্গে যানবাহনও চলাচল করছে।

গত বছরের ২৬ এপ্রিল থেকে এ বছরের ৫ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের হার ছিল ২০.২০ শতাংশ। সংক্রমণের হার কমাতে লকডাউন দিলেও গত ১৮ দিনে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫.৯২ শতাংশ। গত ১৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬ শতাংশ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //