যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৪৮ শতাংশ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন।

আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ শতাংশ। একই সময়ে করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত ও চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। 

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩৭ জন। হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে আছেন ৬৫ জন। শয্যা খালি না থাকায় অন্তত ৩০ জনকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে। এখন হাসপাতালের মেঝেতেও জায়গা নেই।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও নয় ইউনিয়নে লকডাউন সম্প্রসারণ করা হয়েছে। তবে লকডাউন কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ; যে কারণে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জেলায় করোনায় মোট আক্রান্ত ১০ হাজার ৫৩ জন। এর মধ্যে সুস্থ ৬ হাজার ৭৮৮ জন ও মৃত্যু হয়েছে ১২২ জনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //