ফোন দিলেই ১০ মিনিটে পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন

নাটোরে পুলিশের উদ্যোগে চালু হলো ফ্রি অক্সিজেন সেবা। নাটোর শহর ও আশপাশের এলাকার যেকোনো নাগরিক ফোন দিলেই ১০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাবে অক্সিজেন- এমন ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক।

করোনা মহামারিসহ সার্বিক প্রয়োজনে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যদের পাশাপাশি যেকোনো নাগরিকের প্রয়োজনে সরবরাহ নিশ্চিতে এ সেবা চালু করা হলো। ০১৩২০-১২৪৫০২ এই নম্বরে কল করলেই হাসপাতাল কিংবা বাসায় অক্সিজেন পৌঁছে দেবে নাটোর পুলিশ।


মঙ্গলবার (২২ জুন) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন সমাজের বিত্তবানদের করোনা মহামারিতে যার দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশ জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত। এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার ১০ মিনিটের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়া হবে তার বাড়িতে অথবা হাসপাতালে। এ জন্য কোনো বিল পরিশোধ করতে হবে না।

এ কাজের জন্য তিনটি অ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানেরও আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //