ফটিকছড়িতে ৮ দিনের লকাডাউন

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে প্রশাসন। 

বুধবার ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হাট-বাজার বন্ধ থাকবে। অভ্যন্তরীণ যানবাহন হাইওয়েতে যেতে পারবে না।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভা কক্ষে কভিড ১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নগরে রাত ৮ টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান পাঠ বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যানবাহনে অধিক ভাড়া বন্ধ ও রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা। যেকোনো ধরনের সভা সমাবেশ বন্ধ। 

জেলায় কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবানসহ সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //