লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা

লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের কোনো কর আরোপ ছাড়া ৪১ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৫৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. রেজাউল করিম স্বপন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী নেতারা।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, চেম্বার অব কমার্সের পরিচালক মোকছেদুর রহমান, পৌর সচিব হাসানুজ্জামান বসুনীয়া, পৌর পরিষদের কাউন্সিলর, হিসাব রক্ষণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, মেডিকেল অফিসারসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রস্তাবিত বাজেটে আয়

রাজস্ব খাতে ৯ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩০৫ টাকা, পানি সরবরাহ খাতে ৮৫ লাখ ১৪ হাজার ৫৩৭ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা।

প্রস্তাবিত বাজেটে ব্যয়

রাজস্ব খাতে ৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৮০ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ৩০ কোটি ৫২ লাখ ৫০ হাজার ১০৩ টাকা।

বছর শেষে উদ্বৃত্ত

রাজস্ব খাতে ৩২ লাখ ৬ হাজার ৩০৫ টাকা, পানি সরবরাহ খাতে ৫ লাখ ১৪ হাজার ৫৩৭ টাকা এবং উন্নয়ন খাতে এক লাখ ২৫ হাজার ৬২৪ টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //