পুকুরে ডুবে যাওয়ার ১০ ঘন্টার পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

যশোর পৌরপার্কের পুকুরে ডুবে যাওয়া ক্যাডেট কলেজের ছাত্র ফরহান তানভীর শুভর (১৮) মরদেহ ১০ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত ২টার দিকে নৌবাহিনীর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। 

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে ডুবে যাওয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

শুভদের যশোর শহরের আরবপুর এলাকার বাসায় গিয়ে জানা যায়, ভোরেই তার মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারা যে বাসায় ভাড়া থাকেন, সেই বাসার অপর ভাড়াটিয়া বিএএফ শাহিন কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের জানান, মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নেয়া হয়েছে। সেখানেই দাফন হবে।  

গতকাল বিকেলে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় শুভ। রাত ৮টা পর্যন্ত দমকল বাহিনী অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। তবে খুলনা থেকে আগত ডুবুরির দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ায় রাত ২টার সময় তার লাশ উদ্ধার করা হয়।

ফরহাদের বাবা আকরাম যশোর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //