বন্ধ হলো আশ্রয়ণ প্রকল্পের আড়ালে বালু বিক্রি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে মাটি ভরাটের আড়ালে স্থানীয় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মোটা অংকের অর্থের বিনিময়ে বালু বিক্রি করছিলো। 

গত ২৩ জুলাই সাম্প্রতিক দেশকাল পত্রিকার অনলাইন ভার্সনে ‘আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের নামে চলছে বালু বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের তৎপরতায় প্রকল্পের কাজের বাইরে ব্যক্তিগত জায়গায় বালু বিক্রি বন্ধ করা হয়েছে।

বিভিন্ন জনের ব্যক্তিগত জমিতে মাটি ভরাটের জন্য পাইপ লাগানো হয়েছিল সেগুলো অপসারণ করা হয়েছে। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ করা হচ্ছিল সেখানে কাজকর্মের তদারকির দায়িত্বে থাকা স্থানীয় শফিকুল ইসলাম প্রকল্পের মাটি ভরাটের আড়ালে প্রকল্পের বাইরে অন্যান্য মানুষের ব্যক্তিগত জায়গায় মোটা অংকের অর্থের বিনিময়ে মাটি ভরাট করছিলো, আমরা জানামাত্রই সেগুলো বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে যাতে এরকম না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।


অভিযুক্ত শফিকুল ইসলাম নিজের দোষ স্বীকার করে বলেন, ‘আমার ভুল হয়েছে, এ ধরনের ভুল আর কখনই করবো না। এমপি সাহেব ও ইউএনও স্যারের নির্দেশনার বাইরে মাটি বিক্রি করা যাবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //