পুঠিয়ায় কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৪১ জনকে জরিমানা

করোনাভাইরাস রোধে দেশব্যাপী আরোপিত কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪১ জনকে ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিধিনিষেধ বাস্তবায়নে শনিবার (২৪ জুলাই) সকাল থেকে সারাদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ।

ইউএনও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে শাটার অর্ধেক তুলে দোকান-পাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ১৬টি মামলায় ১২,৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া অযথা ঘোরাঘুরি ও তরুণদের উদ্দেশ্যহীন মোটরসাইকেল রাইড করাসহ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে আরো ২৫ জনকে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা প্রদান করা হয়। 

অভিযানকালে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //