সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে

গত দুইদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বাড়ছে হাওরসহ নদ-নদী পানি। এতে বন্যার কবলে পড়েছে নিম্নাঞ্চলে মানুষ। 

শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় জেলায় সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার সীমান্তবর্তী নদী যাদুকাটা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগর এলাকায় ৬৫ মিলিমিটার ও দুর্লভপুর পয়েন্টে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতে পশ্চিমবঙ্গ, সিকিম, দার্জিলিং, আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, বৃষ্টিপাত আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। যার ফলে জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //