ধরলার ভাঙনে নিঃস্ব দেড় শতাধিক পরিবার!

গত এক সপ্তাহ ধরে চলা ধরলা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মানুষ। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের শিকার হয়ে ইতিমধ্যেই ঘর-বাড়ি হারিয়েছে দেড় শতাধিক পরিবার। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হুমকিতে থাকা পরিবারগুলো।

বেগমগঞ্জ ইউনিয়নের মণ্ডলপাড়া, আলামিন বাজার, মাস্টারপাড়া, সরকার পাড়াসহ পার্শ্ববর্তী গ্রামে প্রতিদিন ধরলা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘর-বাড়ি ও ফসলি জমি। ঝুঁকির মুখে আছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্রসহ শত শত ঘর-বাড়ি ও ফসলি জমি। ঘর-বাড়ি হারানো পরিবারগুলো অন্যের জায়গা ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরসহ সরকারের দৃষ্টি আকর্ষণে মানববন্ধনও করছেন তারা।

ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মনসের আলী সাম্প্রতিক দেশকালকে বলেন, সর্বগ্রাসী ধরলা আমার ভিটে মাটি সব নিয়ে গেছে। এখন বাঁচার মতো আর কোনো উপায় নাই। বউ ছাওয়া ধরি বাঁধে আছি। খুব কষ্টে আছি। 

মৌসুমী বেগম বলেন, ধরলার পেটোত আমার ঘরবাড়ি, ফসল সব। এখন আমরা কোথায় যামু? কি খামু? কেমন করি বাঁচমু?

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ধরলার ভাঙন রোধে বিভিন্ন এলাকায় প্রকল্পের কাজ চলামান থাকলেও বেগমগঞ্জ ইউনিয়নের এ অংশটিতে বর্তমানে কোনো প্রকল্প নেই। তবে দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //