কক্সবাজারে ভূমিদস্যুদের হামলায় ৮ বনকর্মকর্তা-কর্মচারী আহত

কক্সবাজারের রামুতে  ভূমিদস্যুদের হামলায় আট বনকর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রামুর জোয়ারিয়ানালা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে তিনজন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদিন, সোলতান মাহমুদ, আব্দুল জব্বার, বনপ্রহরী বাসুদেব বণিক এবং বাগান মালি অষীদ পাল। 


কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, জোয়ারিয়ানালার একদল ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে চেয়েছিল। কিন্তু বন বিভাগের লোকজন তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বনকর্মকর্তাসহ কয়েকজন বনকর্মীর ওপর হামলা চালায়।

তিনি আরো জানান, এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা কার্যক্রম শেষ করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //