সিলেট বিভাগে করোনায় আরো ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২১ জনে।

এসময়ে নতুন করে আরো ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৭৫৭ জন।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের করোনা ধরা পড়ে। এ পর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৭৫৭ জনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া সাতজনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ১২১ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭  ও মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের তিন  ও মৌলভীবাজার জেলার ১১৭ জন রয়েছেন।

এসময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //