সাগরে ট্রলারডুবি : নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ উল্টে যায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে ট্রলারটি। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।

মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়। তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধারের পর যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //