জনবল সংকটে কক্সবাজার জনস্বাস্থ্য অধিদপ্তর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা অফিস। একজন সহকারী প্রকৌশলী দিয়ে চলছে ৯ উপজেলার কার্যক্রম। সরকারি অফিসটিতে নেই প্রাক্কলনিক। অথচ দেশের সর্ববৃহৎ পানি শোধনাগার হচ্ছে কক্সবাজারে।

স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গাদের জন্যও কাজ করতে হয় সরকারি এই অফিসটির। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় অনেক সময় কাজে হিমশিম খেতে হচ্ছে কর্তাদের।

অফিস সূত্র জানায়, কক্সবাজারের ৮ উপজেলা ও নতুন সৃষ্ট ঈদগাঁও মিলে মোট ৯টি উপজেলা। দুই উপজেলা মিলে একজন করে সহকারী প্রকৌশলী থাকার কথা। তদস্থলে ৯ উপজেলা মিলে আছে মাত্র একজন। তিনিও বসেন জেলা অফিসে। 

নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই অফিসে নেই প্রাক্কলনিক। এই শূন্যপদের কারণে অনেক সময় প্রয়োজনীয় মুহূর্তে কাজ এগোয় না। সরকারি এই অফিসে পিয়নও নেই।

নির্বাহী প্রকৌশলী ঋত্তিক চৌধুরী বলেন, কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। বাঁকখালী নদী থেকে পানি নিয়ে তা শোধনের প্রকল্পের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। বৃষ্টির পানি আটকিয়ে শোধনের চিন্তা চলছে।

তিনি বলেন, কক্সবাজারকেন্দ্রীক প্রচুর কাজ। জনবল সংকট থাকলেও কাজ চালিয়ে যাচ্ছি। ঋত্তিক চৌধুরী আরো বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি কোন একটা সুরাহা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //