কারাগারে থেকেই কাউন্সিলর হলেন টিনু

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কারাবন্দি নূর মোস্তফা টিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, বেসরকারি ফলাফলে মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী নূর মোস্তফা টিনু জয়লাভ করেছেন। নির্বাচনে ৩২ হাজার ৪২ জন ভোটারের মধ্যে ছয় হাজার ৯৩২ জন ভোট দিয়েছেন।

অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন টিনু। এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বাসা থেকে অস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব। ওই মামলায় অন্তবর্তীকালীন জামিনে কারাগার থেকে বের হওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে গত ২০ জুন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। টিনুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র ও চাঁদাবাজিরও অভিযোগ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় এেই ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরাজিত ২০ প্রার্থীর মধ্যে মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) ৬১৭, মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ) ৫৯০, মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি) ৫২৮, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল) ৫২৭, বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন) ৪৪৪, মো. নাজিম উদ্দীন (কাঁচি) ৪৪৩, মো. আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল) ২০৮, মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক) ২০২, কাজী মুহাম্মদ ইমরান (লাটিম) ১৭৭, মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার) ১৫৯,  কায়ছার আহমেদ (প্রদীপ) ১৫৩, মো. নুরুল হুদা (ঝুড়ি) ১৫০, মো. নোমান চৌধুরী (ট্রাক্টর) ১১৪, মো. রুবেল ছিদ্দিকী (করাত) ৭৩, শওকত ওসমান (এয়ারকন্ডিশনার) ৬২, মো. আজিজুর রহমান (হেলমেট) ৪৯, মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি) ৩৩ এবং মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা) ৬ ভোট পেয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //