চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. আলমগীর (৪৫) নামের নয় মামলার এক আসামি নিহত হয়েছেন। আলমগীর ডাকাতদলের সদস্য বলেও জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার (১৩ অক্টোবর) ভোরে বাঁশখালী উপজেলার গণ্ডামারা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

আলমগীরের বাড়ি বাঁশখালী উপজেলায়। তার বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, র‌্যাবের একটি টিম গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন। পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //