বেগমগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় মামলা, আসামি ২১৫ জন

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলা ও দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রবিবার (১৭ অক্টোবর) মামলাটি করেছেন ইসকন মন্দিরের ভক্ত রতেশ্বর দেবনাথ।

মামলার এজাহারে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুক্রবার সকাল ১০টায় তাদের পূজা অর্চনা করছিলেন। এমন সময় দুই শতাধিক লোক বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী সরকারি এসএ কলেজের উত্তর পাশের ইসকন মন্দিরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় পুরোহিতসহ মন্দিরভক্তরা এদিক সেদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যতন সাহাকে (৪২) পিটিয়ে হত্যা করে এবং আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় প্রান্ত সাহা মণ্ডপের পাশে পুকুরে পড়ে ডুবে যান। শনিবার তার লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। 

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে ৫৭ ব্যক্তিকে আটক করেছে।  

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //