দেশের প্রথম প্রাণ প্রকৃতি পাঠাগার উদ্বোধন

‘প্রাণ প্রকৃতি রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’-শীর্ষক প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে দেশের প্রথম প্রাণ প্রকৃতি পাঠাগার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ‘হাসনা আব্দুল্লাহ প্রাণ প্রকৃতি’ পাঠাগার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

পাঠাগারটি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী। তিনি দেশের দ্বিতীয় প্রজাপতি পার্কেরও প্রতিষ্ঠাতা।

উদ্বোধন অনুষ্ঠানে পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আফরোজা বুলবুল, অধ্যাপক আল মামুন, পোগলদিগা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহছিনা খাতুন প্রমুখ। পরিচালনা করেন পোগলদিগা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমান।

প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের প্রকৃতি হুমকির সম্মুখীন। মানুষ ও প্রাকৃতিক পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এসব বিষয়কে সামনে রেখেই প্রাণ ও প্রকৃতি রক্ষার জন্য এটি আমার ক্ষুদ্র একটা প্রয়াস।

এখানে প্রাণ, প্রাণী জগৎ, পরিবেশকে কীভাবে সুস্থ ও সুন্দর রাখা যায়, সে বিষয়গুলোর বইপুস্তক থাকবে।এবং অন্যান্য বিভিন্ন বইয়ের সমাহার ও স্বল্প গবেষণা কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //