প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শিক্ষক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক গণযোগযোগ মাধ্যম ফেসবুকে একটি ‘অবমাননাকর’ পোস্ট শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের একজন কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরের আখড়াবাজার এলাকা থেকে রুহুল আমিন নামের ওই শিক্ষককে গ্রেফতারর করা হয়।

রুহুল আমিন কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের একজন প্রভাষক। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেছেন, গত ১৪ অক্টোবর ফেসবুকের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অবমাননাকর পোস্ট দেয়া হয়। ওই প্রভাষক পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপর বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে এলে তিনি আমাদের জানান। তারপর আমরা তদন্ত করে গতকাল রাতে তাকে আখড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করেছি।

পরে তার বিরুদ্ধে হোসেনরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় এবং তাতে তাকে গ্রেফতার দেখানো হয়। আজ রবিবার সকালে (২৪ অক্টোবর) আমিনকে আদালতে নেয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনা ঘটে।

এর আগে ২০১৩ সালে ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ায় বুয়েটের একজন শিক্ষকের সাত বছরের কারাদণ্ড হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //