২ বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক

যৌতুক মামলায় দুই বছরের সাজা হয়েছিল ময়মনসিংহের ফুলপুরের যুবক ইব্রাহিম খলিলের (৩২)। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন ১১ বছর।  অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, যৌতুক মামলায় ২০০৯ সালে ইব্রাহিম খলিলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের সাজাও দেওয়া হয়েছিল। ওই রায়ের পর ইব্রাহিম দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিম খলিল বাড়ি এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //