আরএমপির ট্রাফিক পুলিশের পোশাকে থাকবে ক্যামেরা

ঢাকা, সিলেট ও চট্টগ্রামের পর এবার রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা (পোশাকের সঙ্গে যুক্ত থাকবে) পাচ্ছে আরএমপির ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে ৮০টি ক্যামেরা দিয়ে এ কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।’

অনুষ্ঠানে উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা বলেন, ‘প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেলের। এগুলো একবার চার্জ দিয়ে ১২ ঘণ্টার বেশি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রি ঘোরানো যাবে এসব ক্যামেরা। এছাড়া ওয়াইফাই, ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই নেটওয়ার্কের আওতায় থেকে সবকিছু তদারকি করা যাবে।’

বডি ওর্ন ক্যামেরার সুবিধার বিষয়ে সার্জেন্ট তৌহিদুল ইসলাম বলেন, ‘ঢাকাতে বডি ওর্ন ক্যামেরা নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অনেক সময় গাড়ির কাগজপত্র চাইলে, মামলা করতে গেলে চালকরা কর্মরত পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেক সময় অনৈতিক লেনদেনের অভিযোগও করেন। বডি ওর্ন ক্যামেরা থাকলে বিষয়টি স্পষ্ট করার সুযোগ থাকবে। পরে কেউ কিছু অস্বীকার করতে পারবেন না। এতে ঝামেলা অনেক কমে আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা, রাসিক প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম বাবু প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //